মেধাবী জাতি গড়ার এখনই সময়, শিক্ষকরাই মূল কারিগর - শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 2, 2025 - 13:22
 0  2
মেধাবী জাতি গড়ার এখনই সময়, শিক্ষকরাই মূল কারিগর - শিক্ষা উপদেষ্টা

একটি মেধাবী ও বিশ্বমানের জাতি বিনির্মাণ এবং শ্রেণীকক্ষে তারুণ্যের শক্তিকে ফিরিয়ে আনার এখনই শ্রেষ্ঠ সময়। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (২ আগস্ট) সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই জোরালো আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, "সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের তৈরি করার।" দেশ একটি অস্থির সময় পার করছে উল্লেখ করে তিনি বিচক্ষণতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের উন্নীত করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে শিক্ষকদের ভূমিকা যে অপরিসীম, তা তিনি দ্ব্যর্থহীনভাবে তুলে ধরেন।

শিক্ষকদের আত্মমর্যাদা ও সম্মান নিশ্চিত করার বিষয়ে চৌধুরী রফিকুল আবরার বলেন, "শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ সচেষ্ট রয়েছে।" তাঁর এই মন্তব্যে উপস্থিত শিক্ষাবিদ ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে আশার সঞ্চার হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow