মতিঝিলে আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

রাজধানীর মতিঝিল বলাকা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো— আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মোঃ মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭) এবং পরেশ অধিকারী (৩৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি কালো রঙের ‘RAB’ লেখা কটি, একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাফ।
বুধবার (১৬ জুলাই) রাত ১১টা ১০ মিনিটে মতিঝিল থানাধীন বলাকা চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে আটক করা হলেও আরও ৪-৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানায় নিয়মিত মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা গ্রাহকদের টার্গেট করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টাকা ছিনতাই করাই ছিল তাদের মূল কৌশল। রাজধানীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
What's Your Reaction?






