ভূমি মেলা উপলক্ষে আগৈলঝাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

বরিশালের আগৈলঝাড়ায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই স্লোগানকে সামনে রেখে ভূমি মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিসের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। তিনি বলেন, “বাংলাদেশে অনলাইনভিত্তিক ভূমি সেবা এখনো অনেকের কাছে নতুন ধারণা। তাই এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণা ও ক্যাম্পেইন জোরদার করা হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার এবং ভূমি অফিসের পেশকার সোহেল আমিন। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতারা অংশ নেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিশ্চিত করা যায়। জনগণের মাঝে ভূমি-সচেতনতা গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।”
অনুষ্ঠানজুড়ে ছিল ভূমি সেবার মানোন্নয়ন ও ডিজিটাল সেবাপদ্ধতির প্রসারে নানা পরিকল্পনার কথা, যা আগৈলঝাড়া উপজেলাকে ভূমি ব্যবস্থাপনায় আরো দক্ষ করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
What's Your Reaction?






