ভাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, আহত মা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 12, 2025 - 15:14
 0  2
ভাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, আহত মা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে লাবিব মল্লিক (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লাবিব সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে এবং কাউলীবেড়া কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, ঘরের বিদ্যুৎ সংযোগের একটি আর্থিং তার ছিঁড়ে পড়ে থাকলেও মূল সংযোগ তারে লিকেজ থাকায় সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। সকালে ঘর থেকে বের হয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে পড়ে বিদ্যুতায়িত হয় লাবিব। তার চিৎকার শুনে মা লাবনী বেগম ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

পরিবার জানায়, একমাত্র পুত্র সন্তানের মৃত্যু সংবাদ শুনে সৌদি আরব থেকে দেশে ফিরছেন পিতা সাজ্জাদ মল্লিক। তার ফেরার পরই লাবিবের জানাজা ও দাফন সম্পন্ন হবে। লাবিবের দুই বোন—আফিয়া (৮) ও খাদিজা (৪)—এখন শোকস্তব্ধ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, ‘লাবিব অত্যন্ত মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী ছিল। তার এমন করুণ মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’

ঘটনাটি এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের তদারকি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow