ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী যুবক তুলিপ নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার মধ্যবর্তী শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলিপ জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তুলিপ তার বন্ধুদের সঙ্গে শেখ হাসিনা সড়কে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে, তিনি তার বন্ধু জহিরের মোটরসাইকেল চালানোর সময় সড়কের দ্বিতীয় ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






