বেরোবিতে বিএনসিসির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী, শ্রেষ্ঠ ক্যাডেটদের সম্মাননা প্রদান
What's Your Reaction?
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার (২৮ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য বলেন, "শিক্ষার্থীরা যদি বিএনসিসি’র মতো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়, তবে ক্যাম্পাসে অপরাজনীতি ও অপসংস্কৃতি দুর হবে। প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ গ্রহণের পর যদি ক্যাডেটরা মানবিক কল্যাণে তা প্রয়োগ করতে পারে, তবেই এই কার্যক্রম সফলতা পাবে।"
তিনি আরও বলেন, "বিএনসিসি’র যে কোনো সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে। ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থীকে এই কার্যক্রমে সম্পৃক্ত দেখতে চাই।"
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন রংপুর কারমাইকেল কলেজের ক্যাডেট সার্জেন্ট তানজির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাডেট সার্জেন্ট মোঃ হাসিবুল হাসান এবং প্রথম স্থান অর্জন করেন কারমাইকেল কলেজের ল্যান্স কর্পোরাল সাইফুল্লাহ আত তালহা।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩২ বিএনসিসি ব্যাটালিয়নের মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আবু রিফাত মোঃ মোতালেব, বেরোবি বিএনসিসি’র পিইউও ইফফাত আরা বাঁধন, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা দেবনাথ ও ডা. আখতারুজ্জামান।
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণে রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
Oct 24, 2025 0 313
Oct 29, 2025 0 256
Oct 27, 2025 0 197
Nov 6, 2025 0 144
Oct 31, 2025 0 117
Nov 6, 2025 0 2
Nov 6, 2025 0 1
Nov 6, 2025 0 2
Nov 6, 2025 0 4
Nov 6, 2025 0 3
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।