বেরোবিতে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jul 22, 2025 - 23:58
 0  3
বেরোবিতে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য নরওয়েতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টে উৎসাহিত করতে বর্তমান প্রশাসন নানামুখী পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নরওয়ের বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়। এই সেমিনার শিক্ষার্থীদের নরওয়ের উচ্চশিক্ষার সুযোগগুলো সম্পর্কে জানার পাশাপাশি তা কাজে লাগানোর ক্ষেত্রেও সহায়ক হবে।”

বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত এই সেমিনারে ইউনিভার্সিটি অব ইনল্যান্ড, নরওয়ের পিএইচডি গবেষক নিশাত আরেফিন মন্ডল বিশেষ বক্তা হিসেবে অংশ নিয়ে নরওয়ের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow