বালিয়াকান্দিতে চোরের বিচার দাবিতে দুই গ্রামের মানুষের মানববন্ধন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চোরের বিচার দাবিতে দুই গ্রামের মানুষ মানববন্ধন করেছেন। শুক্রবার (১৩ জুন) জুমার নামাজের পর উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া ও ভররামদিয়া গ্রামের বাসিন্দারা খোর্দ্দরামদিয়া রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুরবান সেখ, শফিক সেখ, সাবেক ইউপি সদস্য ইদ্রিস সেখ, রানু খান, নুরু খান, রফিক উজ্জামান, হাবিবুর রহমান, মুস্তাকুর রহমান, তিজা সেখ, তরিফ খান, হাকিম সেখসহ স্থানীয় শতাধিক মানুষ।
বক্তারা অভিযোগ করেন, এলাকায় গরু, ছাগল, পেঁয়াজ ও মোবাইল ফোনসহ নানা চুরির ঘটনা ঘটছে নিয়মিত। তারা বলেন, এসব ঘটনায় একাধিকবার স্থানীয়ভাবে সতর্ক করা হলেও কোনো প্রতিকার হয়নি। ইতোমধ্যে তারা চারজন চোরের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছেন। তারা চিহ্নিত চোরদের দ্রুত আইনের আওতায় এনে গ্রাম থেকে বিতাড়নের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, খোর্দ্দরামদিয়া গ্রামের মোমিন মোল্যার ছেলে মোঃ আমিন মোল্যা (২৬) অন্যতম চিহ্নিত চোর। গত ২৯ মে রাতে চুরির সময় গ্রামবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। এরপর তার বাবা মোমিন মোল্যা বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “স্থানীয়রা আমিন মোল্যাকে ধরে চৌকিদারের মাধ্যমে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
What's Your Reaction?
আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ