ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jun 18, 2025 - 23:15
 0  3
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, সহ-যুগ্ম সম্পাদক জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফরিদপুর জেলা যুবদল এখন একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। বর্তমান সভাপতি রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বগুণের মাধ্যমে সংগঠনটি নতুন গতিতে এগিয়ে চলেছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হন যুবদল সভাপতি রাজিব হোসেন। তার নেতৃত্বে দলীয় কার্যক্রম পরিচালনা এবং সংগ্রাম ফরিদপুরের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। এ সময় কোতোয়ালি থানা বিএনপির সভাপতি হিসেবে রাজিব হোসেনকে দেখতে চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতের যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে ফরিদপুর জেলা যুবদল থেকে আগামী দিনের দক্ষ রাজনৈতিক নেতৃত্ব বেরিয়ে আসবে। তারা বলেন, রাজিব হোসেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নির্বাচিত হবেন বলেই তারা বিশ্বাস করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow