ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 12, 2025 - 19:39
 0  2
ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ কামাল বেপারী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা সভাপতি মোস্তফা কামাল। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সরোয়ার খান, জাতীয় আইম্মা পরিষদের সভাপতি মুফতি শামসুল হক, ইসলামিক শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মিজানুর রহমান, কুরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান এবং যুব আন্দোলনের উপসংগঠক মাওলানা হযরত আলী।

বক্তারা বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক। সম্প্রতি ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, “এভাবে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যা নিন্দনীয়। প্রশাসনকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।” বক্তারা আরো বলেন, দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ধর্ষণকারীদের আর প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সভায় বক্তারা দাবি করেন, ৫ আগস্টের পর জনগণ যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, ভবিষ্যতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও তেমন গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, “দেশে একমাত্র ইসলামী হুকুমত ছাড়া জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow