ফরিদপুরে আল ইসলাম পাবলিক লাইব্রেরী পুনরায় চালু

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 12, 2025 - 13:18
 0  2
ফরিদপুরে আল ইসলাম পাবলিক লাইব্রেরী পুনরায় চালু

‘সহীহ দ্বীনি গ্রন্থ পড়ি, আলোকিত জীবন গড়ি’ — এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের অম্বিকাপুরে পুনরায় চালু করা হলো “আল ইসলাম পাবলিক লাইব্রেরী”। বুধবার (৯ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও আল ইসলাম ফাউন্ডেশনের পরিচালক খোন্দকার মিসবাহুস সালিহীন বাবু।

উদ্বোধনী আয়োজনে প্রধান আলোচক ছিলেন সালাফি ফাউন্ডেশন ফরিদপুরের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ রুহুল আমিন ইবনে সরোয়ার। আলোচনায় অংশ নেন নোভাস ভিসো সোসাইটির পরিচালক তৌফিক এলাহি রানা এবং রাজবাজী আত-তায়াউন মডেল মাদ্রাসার পরিচালক এম. রিয়াজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মো. বাকী বিল্লাহ খান পলাশ।

রুহুল আমিন ইবনে সরোয়ার বলেন, “কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের পড়তে বলেছেন— ‘পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন’ (সূরা আলাক, আয়াত ১-৫)। ইসলামে জ্ঞান অন্বেষণকে জান্নাতের পথ হিসেবে অভিহিত করা হয়েছে।” তিনি সবাইকে দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।

তৌফিক এলাহি রানা বলেন, “নোভাস ভিসো সোসাইটি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোসহ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সহীহ দ্বীন প্রচারে কাজ করে যাচ্ছে।”

প্রতিষ্ঠাতা খোন্দকার মিসবাহুস সালিহীন বাবু জানান, “২০০৪ সালে আল ইসলাম লাইব্রেরী প্রতিষ্ঠিত হলেও নানা কারণে তা বন্ধ হয়ে পড়ে। বর্তমানে পাঠাগারটি নতুনভাবে উদ্বোধনের মাধ্যমে দ্বীনি জ্ঞানের বিস্তারে কার্যক্রম চালানো হবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তিতে নিমগ্ন, তবে বই পাঠের বিকল্প নেই।”

বিশেষ আলোচক এম. রিয়াজুল ইসলাম বলেন, “যিনি চিকিৎসা বিদ্যায় প্রশিক্ষিত নন, তিনি রোগ নির্ণয়ে যেমন অক্ষম, তেমনি দ্বীনি ইলম অর্জন ছাড়াও সঠিক আমল সম্ভব নয়। সঠিক আমলের পূর্বশর্ত হচ্ছে বিশুদ্ধ আক্বিদা।”

সভায় জানানো হয়, লাইব্রেরির মাধ্যমে নিয়মিত ফ্রি চিকিৎসা ক্যাম্প, দরিদ্র ও অসহায়দের জন্য চিকিৎসা সহায়তা, বিনামূল্যে সহীহ দ্বীনি গ্রন্থ বিতরণ ও ইসলামী সভা আয়োজনসহ নানাবিধ সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow