পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 25, 2025 - 12:58
 0  3
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৫ মেধাবী শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও এককালীন নগদ অর্থ তুলে দেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ের মতো নতুন প্রতিষ্ঠানে এমন বৃত্তি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে।" পাশাপাশি তিনি অন্যান্য বিভাগেও এমন বৃত্তির উদ্যোগ গ্রহণ এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান। বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং প্রভাষক রেহানা আক্তার তামীম। তারা বৃত্তির উদ্যোগ গ্রহণ ও পৃষ্ঠপোষকতার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার ও ড. মুছা খানকে ধন্যবাদ জানান।

ড. মো. মুছা খান বলেন, "প্রথম ব্যাচের জন্য প্রথমবার বৃত্তির আয়োজন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই প্রাপ্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow