নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

নওগাঁয় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ মে) দুপুরে জেলার সাপাহার ও মহাদেবপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পত্নীতলার ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুরের আতোয়ার হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন তার দুই বন্ধু রিফাত ও শিশিরকে নিয়ে সাপাহার উপজেলার জবই বিল ঘুরতে যাচ্ছিলেন। তারা সাপাহার জিরো পয়েন্ট থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে রওনা দেন। পথে মানিকুড়া-জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে সড়কের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ফরহাদ মারা যান। আহত অবস্থায় রিফাত ও শিশিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের অনুরোধে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুরে মহাদেবপুর উপজেলার নাটশাল নবীনগর মাদরাসার সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আতোয়ার হোসেন নিহত হন। মহাদেবপুর হাট থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?






