নওগাঁর আত্রাইয়ে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 20, 2025 - 14:27
 0  2
নওগাঁর আত্রাইয়ে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তারাটিয়া গ্রামের শহীদ শেখ ফাহমিন জাফর এবং শ্রীধরগুড়নই গ্রামের শহীদ শাখিল আনোয়ারের স্মরণে উভয় স্থানে জারুল গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান।

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি নেওয়া হয়েছে। দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের পাশাপাশি প্রতিটি গাছের সঙ্গে শহীদদের পরিচয়সংবলিত স্মৃতিফলক ও বিশেষ কিউআর কোড সংযোজন করা হয়েছে। কালের সাক্ষী হয়ে এসব বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের বার্তা বহন করবে।”

জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর। তাঁর স্মরণে গ্রামের কবরস্থান গেটে জারুল গাছ রোপণ করা হয়।
অপরদিকে, শ্রীধরগুড়নই গ্রামের শহীদ শাখিল আনোয়ারের স্মরণে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান শ্রীধরগুড়নই মাদ্রাসা প্রাঙ্গণে জারুল বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহীদ শাখিলের পিতা আবেদ আলী, শহীদ জাফরের পিতা আবু জাফর ও মাতা কাজী লুলুল মাখমিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ এবং জুলাই পুনর্জাগরণ জেলা কমিটির সদস্য ফজলে রাব্বি প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow