থানচিতে বম পরিবারের মাঝে সেনাবাহিনীর মোটরসাইকেল হস্তান্তর

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট (KNF) আতঙ্কে ভারতের মিজোরামে পালিয়ে যাওয়া বান্দরবানের থানচির প্রাতা পাড়ার বাসিন্দা রোয়াল চম বম ও তাঁর পরিবার অবশেষে ফিরে এসেছেন নিজ নীড়ে। ফিরে আসার পর রবিবার (২০ জুলাই) সকালে বাকলাই ক্যাম্প সাব-জোন পাদদেশে আনুষ্ঠানিকভাবে তাঁর ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মানবিক সহায়তা হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাকলাই সাব-জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম পিএসসি 'দি ম্যাজেস্টিক টাইগার্স' এর নেতৃত্বে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার মেজর আসিফ জুবায়ের, ক্যাপ্টেন এস এ হাসনাত, প্রাতা পাড়ার প্রধান পারকেল বম, স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনীর চৌকস সদস্যরা।
রোয়াল চম বম জানান, “গত বছর সন্ত্রাসীদের ভয়ে পরিবারসহ পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে এসে আমার ব্যবহৃত মোটরসাইকেলও বুঝে পেয়েছি। এখন পরিবার নিয়ে শান্তিতে আছি। এই সহায়তা আমি কখনও ভুলব না।”
প্রাতা পাড়ার প্রধান পারকেল বম বলেন, “ক ooit ৪৫টি পরিবার ছিল, এখন মাত্র ১৪টি আছে। সেনাবাহিনী আমাদের আশ্বাস দিয়েছেন—কাগজপত্র যাচাই শেষে সকলের মোটরসাইকেল ফেরত দেওয়া হবে এবং যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের ফিরিয়ে আনতেও সহায়তা করবে সেনাবাহিনী।”
এ বিষয়ে বাকলাই ক্যাম্প কমান্ডার মেজর আসিফ জুবায়ের বলেন, “পাহাড়ে শান্তি, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সঠিক কাগজপত্র যাচাই করে পর্যায়ক্রমে সকলের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হবে। শান্তি-সম্প্রীতির এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
পাহাড়ে সেনাবাহিনীর এ মানবিক ভূমিকা স্থানীয়দের মাঝে ফিরিয়ে আনছে আস্থা, শান্তি ও সহাবস্থানের বার্তা।
What's Your Reaction?






