থানচিতে কৃষি ও পল্লী সঞ্চয় ব্যাংকের ৪ কোটি টাকার ঋণ আদায় অনিশ্চিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
May 26, 2025 - 17:27
 0  4
থানচিতে কৃষি ও পল্লী সঞ্চয় ব্যাংকের ৪ কোটি টাকার ঋণ আদায় অনিশ্চিত

বান্দরবানের থানচি উপজেলায় কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৪ কোটি টাকার ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। মোট ৪৯৫৪ জন গ্রাহক এ ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়েছেন বলে নিশ্চিত করেছেন কৃষি ব্যাংক থানচি শাখার ব্যবস্থাপক হ্লাথোয়াইচিং মারমা ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন চৌধুরী।

সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত উপজেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন দুই ব্যাংকের কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দাপ্তরিক প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিন চৌধুরী বলেন, “গত কয়েক বছরে রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের ৪৯৫৪ জন গ্রাহকের হাতে প্রতিজনের গড়ে আড়াই লাখ টাকা করে প্রায় ১২ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। তবে এসব অঞ্চলের অধিকাংশ গ্রাহক ঋণ পরিশোধ না করায় প্রায় ৪ কোটি টাকা অনাদায়ী রয়ে গেছে।”

স্বাস্থ্য খাতের সমস্যা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও মিডওয়াইফের তীব্র সংকট রয়েছে। ম্যালেরিয়া, ডায়রিয়া ও মাতৃত্বসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি।”

প্রাণিসম্পদ খাতের সংকট নিয়েও আলোচনা হয় সভায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে পশুপাখির রোগচিকিৎসায় জনবল সংকট ছিল। আমি যোগদানের পর থেকে প্রাণিসম্পদ অফিস থেকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গরু, ছাগল, হাঁস-মুরগি, শুকরসহ গৃহপালিত প্রাণীদের চিকিৎসা এখন নিয়মিত চলছে।”

সভায় উপস্থিত ছিলেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের বলিপাড়া জোনের সহকারী পরিচালক মুন্সি এ্যামদাদুল রহমান, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা (অ.দা.) কাঞ্চন দে, উপজেলা কৃষি কর্মকর্তা, বন বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, “উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে জনবল সংকট প্রকট। লামা উপজেলা থেকে অনেক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে কাজ করছেন। নাগরিক সেবা দিতে নানা সমস্যা থাকলেও আমরা তা ধাপে ধাপে চিহ্নিত করে রেজুলেশনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব এবং সমস্যার সমাধানে কাজ করব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow