তোষকের ভেতরে লুকানো ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তোষকের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুই কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের পশ্চিমে হাতীবান্ধা-দইখাওয়া বাজার সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুর রাজ্জাক (৪৮), তিনি হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ওসি সাদের সঙ্গে সঙ্গীয় ফোর্সের সদস্যরাও অংশ নেন।
জেলা গোয়েন্দা শাখার ওসি সাদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোষকের ভেতর লুকানো অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






