তারুণ্যের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত খোকসা: জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের বর্ণাঢ্য সংবর্ধনা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Aug 20, 2025 - 20:48
 0  1
তারুণ্যের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত খোকসা: জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের বর্ণাঢ্য সংবর্ধনা

তারুণ্যের উচ্ছ্বাস, করতালির শব্দ আর আগামী দিনের স্বপ্ন—এই তিনে মিলে খোকসায় বুধবারের সকালটি হয়ে উঠেছিল এক কথায় 'মেধার উৎসব'। কঠোর পরিশ্রমে অর্জিত অসাধারণ ফলাফলের স্বীকৃতি দিতে উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খোকসা উপজেলা প্রশাসন।

বুধবার (২০শে আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম এলাকার নবীন মেধাবীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিকনির্দেশনা দিয়ে বলেন, এই মেধাবী মুখগুলোই একদিন দেশের নেতৃত্ব দেবে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলোর সাথে নিয়ে, দেশটাকে গড়বো।" এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, একাডেমিক শিক্ষা অফিসার মিলন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এই আয়োজন একদিকে যেমন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে মনে করেন উপস্থিত সুধীজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow