টেকনাফে পাহাড়ি অপহরণ চক্রের ৫ সদস্য অস্ত্রসহ আটক

হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
Jul 20, 2025 - 20:26
 0  3
টেকনাফে পাহাড়ি অপহরণ চক্রের ৫ সদস্য অস্ত্রসহ আটক

কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক সংঘবদ্ধ অপহরণ চক্রের ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) অপহরণ হওয়া অটোরিকশাচালক পাভেল চাকমার ঘটনায় মুক্তিপণ আদায়ের পর শনিবার দিবাগত রাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজার সংলগ্ন মেরিন ড্রাইভ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)। অভিযানে ১টি দেশীয় পাইপগান ও ৩টি শটগানের কার্তুজও উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শুক্রবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা থেকে পাভেল চাকমা অটোরিকশা নিয়ে বের হলে পথে সোনালী ব্যাংক ঢালা এলাকায় পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারীরা তাকে অপহরণ করে। পরে বিকাল ৫টা ৩০ মিনিটে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় শেষে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের অভিযানে চক্রের পাঁচ সদস্য ধরা পড়ে। ভুক্তভোগী পাভেল চাকমা তাদের সরাসরি সনাক্ত করেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ মাসে টেকনাফে পাহাড়ি এলাকায় ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow