জুলাই শহীদ দিবস উপলক্ষে শোক র্যালী অনুষ্ঠিত

ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় র্যালিটি বের হয় এবং হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে তা শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আবদুস সামাদ, হাসপাতালের পরিচালক ডা. মোঃ মোসলেম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মনোয়ার আহমদ তরফদার। এছাড়াও কলেজ ও হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আরও কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২৩ জুলাই স্বেচ্ছায় রক্তদান এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ জুলাই হেপাটাইটিস বি টিকা প্রদান কর্মসূচি এবং ৩০ জুলাই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সবশেষে, ৫ আগস্ট (৩৬ জুলাই হিসেবে উল্লেখযোগ্য) একটি আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।
What's Your Reaction?






