জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে মাগুরার মহম্মদপুরে স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত

জুলাইয়ের ঐতিহাসিক পুনর্জাগরণ ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে মাগুরার মহম্মদপুরে আয়োজন করা হলো এক মহতী স্বাস্থ্যসেবা কার্যক্রমের। "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫"-এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পে শত শত মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ, যা এই দিবসের মূল চেতনাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে।
(২৮ জুলাই) সোমবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান। তিনি বলেন, “আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলের জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সরবরাহ করছি। এই আয়োজনের মূল লক্ষ্য হলো—জুলাই মাসে আত্মত্যাগকারী মহান ব্যক্তিদের স্মরণ করা এবং সেই উপলক্ষে দেশের প্রতিটি কোণে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”
দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের একটি দল নিরলসভাবে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। দূর-দূরান্ত থেকে নানা বয়সী অসংখ্য নারী-পুরুষ এই সেবা নিতে ছুটে আসেন। ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।
এই মহতী আয়োজনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মাহমুদুন্নবী ডাবলুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাদের উপস্থিতি এই মানবিক উদ্যোগকে আরও উৎসাহিত করে। সাধারণ মানুষের সেবার মাধ্যমে জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ করার এই উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
What's Your Reaction?






