জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ফরিদপুর বিএনপির আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ফরিদপুর শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, দেলোয়ার হোসেন দিলা, ফজলুল হক টুলু, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু।
আলোচনায় বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তার অসামান্য নেতৃত্ব ও আত্মত্যাগ ছাড়া দেশের স্বাধীনতা সম্ভব হতো না। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক, যার আদর্শ আজও জাতিকে আন্দোলনের প্রেরণা জোগায়।”
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তারা অভিযোগ করেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের অধীনে বিএনপি নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হয়ে আসছেন। হামলা-মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে।” তারা দাবি করেন, অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, নইলে তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
What's Your Reaction?






