বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সম্মেলন ও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
May 30, 2025 - 23:43
 0  5
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সম্মেলন ও বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন, বিভাগীয় সমাবেশ ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় শহরের অম্বিকা হলে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক প্রফেসর মঞ্জুরুল ইসলাম। কর্মসূচির উদ্বোধনী অংশে "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিবর্তন ও বর্তমান বাস্তবতা" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্জন ও চ্যালেঞ্জের চিত্র তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মো. আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রফেসর ড. মাইনুদ্দিন খান সোহেল ও সদস্য সচিব ড. মাসুদ রানা। এছাড়া রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঢাবির অন্তর্ভুক্ত সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত ছিল আত্মঘাতী, যা শিক্ষকদের মর্যাদা ও শিক্ষার মান ক্ষুণ্ণ করেছে। তারা শিক্ষক পদোন্নতিতে আরও স্বচ্ছতা ও সুযোগ বৃদ্ধির দাবি জানান। এছাড়া লেকচারারদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী প্রফেসরদের তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।

সমাবেশে জানানো হয়, আগামী রবিবার বা সোমবার সংগঠনের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করে এসব দাবিসমূহ তুলে ধরবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow