গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে, জবাবদিহিতার অভাবেই চলছে লুটপাট — মির্জা ফখরুল

গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে এবং সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গত ১৫ বছরে পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। জবাবদিহিতা না থাকায় দেশে চরম লুটপাট হয়েছে।”
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিলম্ব না করে এখনই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে যেতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়।
তিনি আরও বলেন, “বর্তমান রাষ্ট্র কাঠামো এবং অর্থনীতির গুণগত পরিবর্তন অপরিহার্য। তবে সেটি একদিনে সম্ভব নয়, সময় লাগবে। আমাদের ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এই পরিবর্তনের পথে হাঁটতে হবে।”
অনুষ্ঠানে দেশের কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত ‘প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর)’ নিয়ে সমালোচনা করেন তিনি। বলেন, “সাধারণ মানুষ পিআর কী, তা বোঝে না। এদেশের মানুষ এমন একজন নেতাকে চায়, যাকে তারা কাছে পাবে, চিনবে। পিআর পদ্ধতিতে সেটা সম্ভব নয়।”
যুক্তরাষ্ট্রের নয়া বাণিজ্য শুল্ক (ট্যারিফ) ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, “ট্রাম্পের ট্যারিফ আমাদের বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ আলোচনা এখন সময়ের দাবি।”
What's Your Reaction?






