ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে নবনির্মিত বুদ্ধমূর্তি উৎসর্গ

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি
May 2, 2025 - 19:36
 0  8
ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে নবনির্মিত বুদ্ধমূর্তি উৎসর্গ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত লাভী শ্রেষ্ঠ সিবলী অর্হত ও মার বিজয়ী উপ-গুপ্ত অর্হত বুদ্ধমূর্তির উৎসর্গ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) সকালে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিহারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বুদ্ধমূর্তির উদ্বোধন করেন নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাজন পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ক্ষেমিন্দা মহাথেরো এবং সঞ্চালনা করেন সাপছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মগধা, ওয়াগ্গা জনকল্যাণ, ছোট পাগলী পাড়া ও তম্বুপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষবৃন্দ, বিহার কমিটির সভাপতি শান্তিপদ কার্বারী, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল কুমার তনচংগ্যা, শিক্ষক উমা চাকমাসহ অনেকে।

অনুষ্ঠানে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় কার্যক্রম পালিত হয়। সাপছড়ি ও আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আগুনিয়া ছড়া, খুক্কাছড়ি, ডেঁকিকাঁটাছড়া, কাঁঠালতলী পাড়া, হাতিমারা পাড়া, ত্রিপুরাছড়ি, সাপছড়ি থেকে দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।

বুদ্ধমূর্তিটি নির্মাণ প্রসঙ্গে অজিত কুমার তনচংগ্যা জানান, "নিজেদের উদ্যোগে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে এই বুদ্ধমূর্তি নির্মাণ করেছি। আজ মে মাসের দ্বিতীয় দিনে এটি উৎসর্গ করতে পেরে আমরা আনন্দিত। জগতের সকল প্রাণীর শান্তি কামনায় প্রার্থনা করছি।"

এসময়, বিহার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার ঘোষণাও দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow