আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় ৬ জন গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 30, 2025 - 15:52
 0  7
আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় ৬ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮), ইব্রাহিম-২ (১৮) ও আবদুল্লাহ নয়ন (১৯)। তাদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে তারা ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে’ এবং ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ’—এই মর্মে স্লোগান দিয়ে মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করে। এ সময় তারা সরকারের পদত্যাগও দাবি করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ‘আশুলিয়ার শ্রীপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়। পরে ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow