আশুলিয়ায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার সড়ক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের মানুষ, বিশেষ করে গার্মেন্টস শিল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’, ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্রভৃতি।
মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কর্মসূচির সময় আশেপাশের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মিছিলে অংশ নেওয়া মো. মেহেদী হাছান বলেন, “দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “শিশু-নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় সেই মানবতা, কোথায় সেই নৈতিকতা?”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন মীর আলি আজগর, সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মেহেদি হাসান, আফিকুর রহমান আফিকসহ অনেকে।
আয়োজকেরা জানান, যতদিন গাজায় সাধারণ মানুষের রক্ত ঝরবে, ততদিন এই ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
What's Your Reaction?






