আলফাডাঙ্গায় খালেদা জিয়া ও শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 27, 2025 - 21:58
 0  7
আলফাডাঙ্গায় খালেদা জিয়া ও শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌর ও উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রমিক দলের দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় মাওলান হুসাইন আহমেদ মোনাজাত ও মিলাদ পরিচালনা করেন, যেখানে শত শত নেতাকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি এস. এম. মাহমুদুল আহসান ইয়াদ। তার আবেগঘন সমাপনী বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন। বর্তমানে তার গুরুতর অসুস্থতা আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের কারণ। আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে জাতিকে নেতৃত্ব দিতে পারেন।” তিনি আরও যোগ করেন, শামছুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা জোগাবে।

সভায় আরও বক্তব্য দেন শ্রমিক দল আলফাডাঙ্গা পৌর শাখার সভাপতি মো. কায়েম শিকদার। তিনি তার বক্তব্যে শিমুল বিশ্বাসকে দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা ব্যক্ত করেন। কায়েম শিকদার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বেগম খালেদা জিয়া এবং শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে এবং রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজিম আহমেদ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যারা প্রিয় নেত্রীর সুস্থতার জন্য সম্মিলিতভাবে দোয়া করেন। এই দোয়া মাহফিলটি বেগম খালেদা জিয়া ও শিমুল বিশ্বাসের প্রতি দলের নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow