সালথায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন 

স্টাফ রিপোর্টার
Apr 28, 2024 - 01:25
 0  4
সালথায় রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন 

ফরিদপুরের সালথায় রাতের আঁধারে ফসলি জমি হতে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৭ এপ্রিল) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় টুকু নামক এক মাটি ব্যবসায়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা জলকার পাড়া ঈদগাহ সংলগ্ন শাকিল কাজী নামক এক ব্যক্তি ফসলি জমি হতে অবৈধভাবে মাটি কাটছে।

জানা যায়, উক্ত টুকু মাতুব্বর তেলি সালথা গ্রামের মৃত শাহিদ মাতুব্বরের ছেলে। দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন জায়গায় মাটি কেটে আসছে। স্থানীয় ভাবে সে প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এ বিষয়ে জানতে চাইলে টুকু মাতুব্বর জানান, আমি ট্রলি ভেকু ভাড়া দিয়েছি আমি কাটছি না।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন,কর্তৃপক্ষের অনুমোদন বিহীন কেউ মাটি কাটলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow