রাজবাাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে শিশুকে মারধর

বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি
Mar 19, 2024 - 19:38
 0  9
রাজবাাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে শিশুকে মারধর

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রামে পূর্ব বিরোধের জের ধরে মোঃ রাসেল শেখ (৮) নামে এক শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে।

১৮ মার্চ সোমবার সন্ধ্যায় বারুগ্রামের মৃত আছমত শেখের ছেলে মোঃ নায়েব আলী শেখ বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন।
মোঃ নায়েব আলী শেখ বলেন, মারামারির বিষয় নিয়ে তিনি বাদী হয়ে ১৬ জনকে আসামী করে রাজবাড়ী ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানেও চলমান আছে। এরই ধারাবাহিকতায় একই আসামীগণ পুনঃরায় আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকী প্রদর্শন করায় তার স্ত্রী বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারী বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারই ধারাহিকতায় মোঃ আকবর শেখ (৭০), মোঃ আজগার শেখ (৬৭) সোমবার (১৮ মার্চ) দুপুর ১২ টার সময় তার নাতি ছেলে মোঃ রাসেল শেখ (৮) বসত ঘরের পালানের উপর দিয়ে যাবার সময় তাকে অহেতুক কোদালের আছরী দিয়ে নাতি ছেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে আঘাত করে। এতে নিলাফুলা ও বাম হাতে হাড় মস্কা জখম করে। তখন নাতি ছেলে শোরচিৎকার করলে বাড়ীর অন্যান্য লোকজন এগিয়ে আসতে দেখে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। নাতি ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। ডাক্তার নাতি ছেলের বাম হাতে ব্যান্ডেজ-প্লাষ্টার করে দেন। বর্তমানেও নাতি ছেলে ভীষণ অসুস্থ্য। বর্তমানে  পরিবারের লোকজন বললেন আমরা  নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow