ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু: উত্তেজিত জনতার হামলা ও ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওরা গ্রামে বেপরোয়া মোটরসাইকেল চালকের ধাক্কায় তাহমিনা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা স্থানীয় রিকাত শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, কাশেম মুন্সির ছেলে রবিউল মুন্সী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা তাহমিনাকে ধাক্কা দেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শিশুটির মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে—আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ও ইউপি সদস্য মজিবর রহমানের গ্রুপের মধ্যে চলমান বিরোধের জেরে এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি হয়। নিহত শিশুটির পরিবার আবুল কালাম গ্রুপের অনুসারী, আর অভিযুক্ত চালক মজিবর মেম্বার গ্রুপের সমর্থক।
অভিযোগ রয়েছে, শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আবুল কালাম গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়ে মজিবর গ্রুপের অন্তত সাতটি বাড়িতে ভাঙচুর চালায়। হামলার শিকারদের মধ্যে রয়েছেন বাবু মুন্সী, শহীদ মুন্সী, হোচেন মুন্সী, আলমগীর মাতুব্বরসহ অনেকে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
What's Your Reaction?






