ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ 

মাহমুদুল হাসান,  স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
May 2, 2024 - 14:46
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ 

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি।বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়স্থ বিআরটিএ অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে। 

এ সময় তারা জানান, ২০২৩ সালে সরকারিভাবে জেলার প্রায় ৩ হাজার সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়। তবে ২ হাজার ১শ অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়ার পর কোন ঘোষণা ছাড়া কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ প্রায় ১০ মাস অতিবাহিত হলেও রেজিস্ট্রেশন না দেয়ায় সিএনজি চালকরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জরিমানাসহ হয়রানীর শিকার হচ্ছে। তারা এক সপ্তাহের মধ্যে আবেদনকৃত বাহনের রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন। 
এ বিষয়ে জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারি পরিচালক মো: আবু আশরাফ সিদ্দিকী জানান, রেজিস্টেশন কার্যক্রম শুরু হওয়ার পর দালাল ও মালিক সমিতির একটি চক্র মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠায় এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। অচিরেই সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow