বেরোবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Sep 8, 2025 - 20:17
 0  3
বেরোবি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত, মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা রাখা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেইটের সামনে সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি তুলে ধরেন। এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনায় আহত হন ফারজানা রাখা। বর্তমানে তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীরা জানান, বিচার দাবি ছাড়াও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা ও মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে।

গণিত বিভাগের শিক্ষার্থী রুবায়েত জাহিন বলেন, “ভাগ্যিস বড় দুর্ঘটনা ঘটেনি। তার সুস্থতা কামনা করি। প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতিসীমা অতিক্রম বা উল্টোপথে গাড়ি চলাচলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের পাশে মহাসড়ক, তাই আমাদেরও সাবধান থাকতে হবে।”

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুচি বলেন, “প্রতিদিন আমাদের এই সড়ক পার হতে হয়। প্রতিটি মুহূর্তে দুর্ঘটনার ভয় থাকে। সত্যি বলতে এখানে একটি ওভারব্রিজ খুবই জরুরি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, “শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আজ থেকেই এখানে ২৪ ঘণ্টা ট্রাফিক পুলিশ থাকবে, রোড ডিভাইডার বসানো হবে এবং দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow