ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত চালকের মৃত্যু 

স্টাফ রিপোর্টার
Apr 19, 2024 - 17:07
 0  5
ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত চালকের মৃত্যু 

ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত মাহিন্দ্রা চালক মো. সিদ্দিকু মাতুব্বর (৫০) মারা গেছেন।  তিনি সালথা উপজেলা সদরের মৃত জীবন মাতুব্বরের ছেলে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে  তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মো. আবুল বাসার। 

তিনি জানান, আমার চাচা সিদ্দিক মাহিন্দ্রা চালক ছিলেন। তিনি বৃহস্পতিবার বিকেলে সালথা থেকে যাত্রী নিয়ে ফরিদপুরে  যাচ্ছিলেন। পথে সমেশপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তার মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

এর আগে এই ঘটনায় ইমদাদ হুসাইন (৫০) নামে এক যাত্রী নিহত হন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার এস আই শাহরিয়ার হুসাইন জানান, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সাথে বিপরিত দিক থেকে আসা মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় মাহিন্দ্রার ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন (৫০) নামের এক ব্যাক্তি মারা যান। নিহত ইমদাদ হুসাইন বাড়ী সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের বাসিন্দা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow