দালাল ও অন্যায় প্রশ্রয়কারীদের বিরুদ্ধে কলম তীক্ষ্ণ করুন - খন্দকার নাসিরুল ইসলাম

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Sep 10, 2025 - 14:12
 0  2
দালাল ও অন্যায় প্রশ্রয়কারীদের বিরুদ্ধে কলম তীক্ষ্ণ করুন - খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, "থানায় দালালি হচ্ছে, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হচ্ছে। আমার দলের লোক হোক বা দলের বাইরের হোক, যারা দালালি করছে, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদের কলম তীক্ষ্ণরূপ ধারণ করবে, এই প্রত্যাশা করি।"

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা উল্লেখ করে বিএনপির এই সাবেক এমপি বলেন, "আমি ফেক পলিটিক্স পছন্দ করি না। আমি অনেক দুঃখ, ক্লেশ, বেদনা ও নির্যাতন সহ্য করেছি। গত বছরের জুলাই মাসে আমাকে গ্রেফতার করে আমার বাম কানটা ফাটিয়ে দিয়েছে, আমার প্রাইভেট গাড়িটি জ্বালিয়ে দিয়েছে। জেল-জুলুম অত্যাচার আমার উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু আমি কখনই পিছপা হটিনি।"

সমাজের সৈনিক হিসেবে সাংবাদিকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, "এখন বিভিন্ন প্রশাসনে কঠিনভাবে দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগের আমলের চেয়েও ভয়াবহ দুর্নীতি চলছে। আপনারা এসব নিয়ে লেখেন। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং জব। সাহস করে সমাজের অন্যায়, খুন, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে লিখতে হবে।"

বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য খান আতাউর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক এম এম জামান ছাড়াও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow