জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে - মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 2, 2025 - 12:27
 0  0
জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে - মাহফুজ আলম

দেশব্যাপী ব্যাপক আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৫ আগস্টের আগেই জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরও জানান, এই ঘোষণার সুনির্দিষ্ট দিন ও সময় শনিবারই (২ আগস্ট) চূড়ান্ত হতে পারে। এই ঘোষণাকে তিনি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক দালিলিক প্রমাণ হিসেবে অভিহিত করেছেন।

আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক বর্ণাঢ্য র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করে তথ্য উপদেষ্টা বলেন, "সনদ এবং ঘোষণাপত্র সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। জুলাই সনদ হচ্ছে দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে তৈরি করা একটি ডকুমেন্ট। এর মাধ্যমে জনগণ জানতে পারবে, কোন কোন বিষয়ে দলগুলো একমত এবং কোথায় তাদের দ্বিমত রয়েছে। এটি সকল দলের সমঝোতার একটি প্রতিফলন এবং এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত।"

অন্যদিকে, ‘জুলাই ঘোষণাপত্র’ এর তাৎপর্য ব্যাখ্যা করে মাহফুজ আলম বলেন, "এটি হলো গত বছরের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা ছিল, তার একটি দালিলিক রূপ। ৫ আগস্টকে কেন্দ্র করে জনগণের যে জাগরণ, তারই প্রেক্ষাপট ও ভবিষ্যৎ দর্শন ফুটে উঠবে এই ঘোষণাপত্রে।" তবে এই ঘোষণাপত্রে সকল রাজনৈতিক দলের স্বাক্ষর থাকবে কিনা, তা এখনো নিশ্চিত নয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন পর্বে প্রবেশ করেছে।" গত এক বছরে দেশের মানুষের ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন আনা সম্ভব হয়নি স্বীকার করে তিনি বলেন, সেই লক্ষ্যেই সরকার ও সকল পক্ষ একযোগে কাজ করে যাচ্ছে।

এই ঘোষণার খবরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে। জুলাই ঘোষণাপত্রে কী থাকছে এবং তা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা দেখার জন্য এখন দেশবাসী অধীর অপেক্ষায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow