আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে ৪৭ দুস্থ মানুষের মাঝে অর্থ সহায়তা বিতরণ

শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Apr 30, 2025 - 17:54
 0  7
আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে ৪৭ দুস্থ মানুষের মাঝে অর্থ সহায়তা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের যাকাত তহবিল থেকে ৪৭ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখা আয়োজিত এ কর্মসূচিতে মোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়।

উপকারভোগীদের মধ্যে একজনকে ৫ হাজার টাকা, দু’জনকে ৪ হাজার টাকা এবং বাকি ৪৪ জনকে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন আখাউড়া শাখার ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন মোল্লা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যকালে ইউএনও বলেন, “সরকারি সহায়তা প্রাপ্তির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যাকাত কেবল ধর্মীয় দায়িত্ব নয়, এটি সমাজে সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম।”

এই ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow