নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Sep 19, 2025 - 23:52
 0  6
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওজবালিয়া ইউনিয়নের সোনাপুর-আলেকজান্ডার সড়কের চর শুল্লুকিয়া এলাকায় তাজুল ড্রাইভারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আলেকজান্ডারের উদ্দেশে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে রাস্তার পাশের ধানখেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারীর বয়স প্রায় ২৭ বছর। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow