মিয়াপাড়ায় হুসাইনীয়া দীনিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্বোধন
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়াপাড়া রিয়াজউদ্দিন স্কুল সড়কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হুসাইনীয়া দীনিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা হয়।
ডিসি অফিস মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ দীনিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ছারছীনা দারুছসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, আলহাজ্ব মো. মিজানুর রহমান, ওবায়দুর রহমান শরীফ, আলহাজ্ব অ্যাডভোকেট সাইদুর রহমান, আলহাজ্ব মো. মকবুল হোসেন, মুশফিকুর রহমান খালিদ, আলহাজ্ব মো. শওকত আলী, আলহাজ্ব মাওলানা মুফতি আমিনুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবু বক্কর, মাওলানা সুলাইমান, আলহাজ্ব আব্দুল আওয়াল মিয়া, আলহাজ শামসুল হক মোল্লা, ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবুল বাশার সরদার এবং হযরত মুফতি হায়দার হুসাইনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারের পাশাপাশি এতিম ও অসহায় শিক্ষার্থীদের লালন-পালনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ