ক্রামবোর্ড খেলাকে কেন্দ্র করে নগরকান্দায় সংঘর্ষ: ব্যবসায়ী কুপিয়ে জখম, নগদ টাকা ছিনতাই
ফরিদপুরের নগরকান্দায় ক্রামবোর্ড খেলা এবং পুরোনো গ্রাম্য বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামাল মোল্লা নামে এক টিন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তার কাছ থেকে নগদ চার লক্ষ বিশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী গ্রুপের বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত কামাল মোল্লা বড় কাজুলি গ্রামের আতিক মোল্লার ছেলে এবং পুরাপাড়া বাজারে টিন ব্যবসা করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় কাজুলি গ্রামের জীয়ার মোল্লা এবং মেহেরদিয়া গ্রামের শাকিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি গ্রামে ক্রামবোর্ড খেলা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পাশাপাশি পেঁয়াজ লাগানোকে কেন্দ্র করেও দুই পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়ে। উত্তেজনার সেই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
আহতের বড় ভাই জামাল হোসেন জানান, “দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলেন কামাল। ব্যাংক বন্ধ থাকায় বেচাকেনার চার লক্ষ বিশ হাজার টাকা তার কাছে ছিল। পথিমধ্যে ১৫–২০ জন তার গতিরোধ করে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।”
কামালের ভাবি সুফিয়া বেগম বলেন, “মেহেরদিয়া স্ট্যান্ডে কয়েকজন তার পথ রোধ করে কুপিয়ে জখম করে। দুই গ্রামের চলমান উত্তেজনার কারণেই এই হামলা হয়েছে।”
হাসপাতালে চিকিৎসাধীন কামাল মোল্লা জানান, “জীয়ার মোল্লা ও সাগরের নেতৃত্বে সজিব, নুর ইসলামসহ ১৫–২০ জন আমাকে পেটায় ও কুপিয়ে জখম করে। আমার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।”
এ বিষয়ে অভিযুক্ত জীয়ার মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ক্রামবোর্ড খেলাকে কেন্দ্র করে উত্তেজনার জেরে আজকের ঘটনা ঘটেছে। অপর পক্ষের নাইম নামে একজনও আহত হয়েছেন। দুটি বাড়িতে ভাংচুরের ঘটনাও ঘটেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
What's Your Reaction?
শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ