ফরিদপুরে পরিবারকল্যাণ কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 2, 2025 - 14:34
 0  5
ফরিদপুরে পরিবারকল্যাণ কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

ফরিদপুরে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীরা মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন। এটি দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। কর্মবিরতি পালনকারীরা স্ব স্ব উপজেলায় উপস্থিত হয়ে তাদের দাবি জানিয়েছেন।

ফরিদপুর সদর উপজেলার চত্বরে মঙ্গলবার সকালেই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন আব্দুল আলিম, মোঃ মুজিবুর রহমান, মালেকা বেগম, মোঃ জাকির হোসেন, দেলোয়ারা বেগম ও মোঃ ওহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন, “আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন পরিবারকল্যাণ কর্মী। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা, দম্পতি নিবন্ধন ও বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি ও টিকাদান কার্যক্রমে অবদান রাখছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও পদোন্নতি বা অন্যান্য সুবিধা নেই। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ অতিদ্রুত বাস্তবায়ন করা হোক।”

কর্মীদের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াকে একটি স্মারক লিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করা হবে। কর্মসূচিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা অংশগ্রহণ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow