ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশি জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 2, 2025 - 15:12
 0  6
ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশি জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশি জোট স্কুল, কলেজ ও মাদরাসা-এর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আবু সায়েম মোল্লা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল মোল্লা, সহ-সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া ও ফরিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ফরিদ উদ্দিন ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির মহাসচিব দেলোয়ার হোসেন আজিজি সহ উপস্থিতরা সারাদেশে ‘অডিট’ নামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের হয়রানির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান। তারা জানান, যদি অবিলম্বে এই কাজ বন্ধ না করা হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সঙ্গে ন্যায্য আচরণের আহ্বান জানিয়ে সরকারের প্রতি গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow