নারী অভিভাবকদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শহীদুল ইসলাম খান বাবুলের
বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারের নারী অভিভাবকদের ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।
তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও দেশের মানুষের কল্যাণের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মৃধা বাড়ির উঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদুল ইসলাম খান বাবুল আরও বলেন, “দেশের প্রয়োজনে ও মানুষের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থতা ও নেক হায়াত লাভ করেন।”
তিনি স্মরণ করে বলেন, “১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিল এবং মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিল। এবার ক্ষমতায় এলে নারী অভিভাবকদের ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার সুবিধা তারা ঘরে বসে সহজেই ভোগ করতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত্তমান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ মোল্যা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, যুবদল নেতা সোবাহান হোসেন ইকবাল, যুবদল নেতা মুন্সী ইশারতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সদরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে দুঃস্থ ও অসহায় প্রায় ১ হাজার ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ