ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 23, 2025 - 16:40
 0  4
ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা ওরফে বাবু  (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আউরাপোল ও ফায়ার সার্ভিসের মধ্যবর্তী সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থান থেকে উক্ত ১৩ কেজি গাঁজা ও বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত.এছাহাক মোল্লার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো আহসান কবির সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেট গুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে তারা গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখী চলে যায়। পুলিশ পিছু নিয়ে  বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহবুব মোল্লাকে আটক করে ও তার তথ্য মতে সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে। 

ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজা সহ মাহবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow