আত্রাইয়ে জামাতে ইসলামী’র ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি আফতাব, সম্পাদক আক্তার
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন জামাতে ইসলামী’র ৫ নম্বর ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বড়ডাঙ্গা গ্রামের বকুলতলায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন জামাতে ইসলামী’র প্রধান উপদেষ্টা খন্দকার রফিকের সভাপতিত্বে এবং গোলাম মেহেরাব আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামাতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মো. খবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাগোলা ইউনিয়ন জামাতে ইসলামী’র সভাপতি মো. আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
ওয়ার্ড সম্মেলনে আলহাজ মো. আফতাব হোসেনকে সভাপতি ও হাফেজ মো. আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫ নম্বর ওয়ার্ড জামাতে ইসলামী’র কমিটি গঠন করা হয়।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ