কাপ্তাইয়ে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 29, 2025 - 15:14
 0  15
কাপ্তাইয়ে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ঐতিহাসিক যাত্রা উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা সদরের পাম্পহাউজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বাসস্টেশনে এসে শেষ হয়। পরে বড়ইছড়িস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

র‍্যালি ও কর্মসূচি শেষে বড়ইছড়ি বাসস্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল।

কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আহমেদ স্বপন ও জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।

এ ছাড়া বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সিরাজুল মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মারমা।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ।”

তারা আরও বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে।”

দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow