সুন্দরী তরুণী বড় ইয়াবা চালান বহন করতে গিয়ে পুলিশের জালে আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 26, 2025 - 12:12
 0  2
সুন্দরী তরুণী বড় ইয়াবা চালান বহন করতে গিয়ে পুলিশের জালে আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী উপজেলায় নানান কৌশলের মধ্যে বর্তমানে সুন্দরী স্মার্ট তরুণীদের দিয়ে মাদক চালানের অভিনব কৌশলের সন্ধান পাওয়া গেছে। 

২৫ অক্টোবর শনিবার সকালে যাত্রী বেশে সুন্দরী তরুণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে উপজেলার মির্জাপুর মোড়ে সেই তরুণীকে আটক করা হয়। আটককৃত তরুণীর শরির থেকে তল্লাশি করে ২৬০০ পিস ইয়াবা পাওয়া যায়। 

আটককৃত তরুণীর নাম আরাফাত আরা বেগম (২৭)। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের আবু তাহের মিয়ার মেয়ে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় বিভিন্ন কৌশলে মাদক পাচার প্রতিরোধে আমরা কাজ করছি। তারেই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বাহী গাড়ী থেকে তরুণীকে তল্লাশি করে তাহার শরির থেকে ২৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow