নওগাঁর আত্রাইয়ে হজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 13, 2025 - 16:48
Sep 13, 2025 - 16:50
 0  5
নওগাঁর আত্রাইয়ে হজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় আলেম ও হাজিদের অংশগ্রহণে হজ বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালক, শিক্ষক এবং হজ পালনকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আলহাজ্ব এ.এফ.এম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো. আব্দুল হালিম এবং পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মো. আব্দুল আলীম।

মতবিনিময় সভায় বক্তারা হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, হজ একটি তাৎপর্যপূর্ণ ইবাদত, যা অন্যান্য ইবাদতের চেয়ে স্বতন্ত্র। এই ইবাদত যথাযথ নিয়ম ও সময়ে পালন করা আবশ্যক। এ বিষয়ে সতর্ক না থাকলে হজের বিধান পালনে ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow