সিরাজদিখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. বিজয় মাদবর।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন মো. আবুল হোসেন, আসাদুর রহমান ও সাইফুল ইসলাম বাবু। এছাড়া উপস্থিত ছিলেন মামুন খান, আব্দুল আল মামুন, আব্দুর রশিদ আবু, মনির খান, আব্দুল জব্বার শেখ, কুদ্দুস শেখ, সুমন মৃধা, সিরাজ শেখ, আলমগীর মোল্লা, কাদীর শেখ, মাসুম মজুমদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য মো. বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং একটি গভীর ষড়যন্ত্রের অংশ। দলের জনপ্রিয় নেতাদের হেয়প্রতিপন্ন করা ও রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
What's Your Reaction?






