সংস্কারের নামে সুক্ষ্ম কারচুপি চলছে - মোস্তফা জামাল হায়দার

সংস্কারের নামে বিভিন্ন অজুহাতে দেশে এক ধরনের “সুক্ষ্ম কারচুপি” চলছে বলে অভিযোগ করেছেন সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘এই কারচুপির মাধ্যমে গণতন্ত্রের সংগ্রামকে বিপথগামী করার এক গভীর চক্রান্ত চলছে। কিন্তু দেশের ছাত্রজনতা রক্ত দিয়ে হলেও এই ষড়যন্ত্র প্রতিহত করবে।’
শনিবার (১২ জুলাই) পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
মোস্তফা জামাল হায়দার বলেন, “পিআর পদ্ধতি (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নিয়ে একটি নতুন মতামত এসেছে। আমি একে পুরোপুরি বাতিল করছি না, তবে এটি এখনো অপরিকল্পিত এবং অপরীক্ষিত একটি প্রস্তাব। এটি বাস্তবায়নে দীর্ঘ সময় ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে নির্বাচনী ব্যবস্থায় এক্সপেরিমেন্ট করতে পারি না।”
তিনি আরও বলেন, “বিশ্বের কিছু দেশে পিআর পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কার্যকর নয়। নেপালে পিআর পদ্ধতি প্রয়োগ করে বারবার ব্যর্থতা ও অস্থিরতা তৈরি হয়েছে। বাংলার মাটিতে এমন ব্যবস্থা হতে দেওয়া যাবে না।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার পার্লামেন্টে বসে পরবর্তী নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করবে। আমরা ১২ দলীয় জোট এবং দেশপ্রেমিক সব দল একসঙ্গে নির্বাচন অংশগ্রহণ করব, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকব।”
সভায় আরও বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা প্রমুখ।
What's Your Reaction?






